• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন / ১৭৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সাদমান শেখ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদমান উপজেলার ধারাবাশাইল গ্রামের সাদ্দাম শেখের ছেলে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, নিহত সাদমান দাদা-দাদীর সাথে মাচারতারা গ্রামে মাছের ঘেরপাড়ে বসবাস করতো। তার বাবা-মা ঢাকায় থাকে। ঘটনার সময় ঘেরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দাদি পলি বেগম তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরে হাসপাতালে শিশুটির দাদীর কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তিনি কান্নাজিড়ত কন্ঠে বলেন, ওর মা-বাবা ঢাকায় চাকরি করে। ওদের একটাই সন্তান। আমি দেখাশোনা করতাম। এখন আমি কি জবাব দেব।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।