• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : মে ১৫, ২০২৩, ৫:৩২ পূর্বাহ্ন / ৩৬
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ মানছুর রহমান জাহিদ,পাইকগাছা,খুলনাঃ খুলনার পাইকগাছায় ইট-ভাটার বিধিবহির্ভূত কার্যক্রম বন্ধে আবারো কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এবার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় দুই ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা রোববার দুপুরের পর উপজেলার চাঁদখালীর ইট-ভাটা গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এডিবি ইট ভাটা মালিক আব্দুল জলিলকে ৩০ হাজার ও বিবিএম ইট ভাটা মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার মোট ৬০হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে ইট ভাটা। বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়নি বলে এসব ইট ভাটার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও ইট ভাটা গুলো সরকারি নির্দেশনা উপেক্ষা করে দীর্ঘদিন বিধিবহির্ভূত ভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অবশেষে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করায় ইউএনও মমতাজ বেগমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।