

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ বিনষ্টকারী নিষিদ্ধ চায়না দূয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ জালগুলো ধ্বংস করেন উপজেলা প্রশাসন। এর আগে ৬ নং কুশলা ইউনিয়নের বিভিন্ন খাল-বিল থেকে ১৩টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন গ্রাম পুলিশগণ। যাহার বাজার মূল্য ৩৯ হাজার টাকা বলে জানিয়েছেন – উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। পরে তার নির্দেশ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় আটককৃত জালগুলো
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গ্রাম পুলিশ সহ গণমাধ্যকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :