• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন গাজীরটেক ইউনিয়ন পরিষদ


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন / ২৩
উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন গাজীরটেক ইউনিয়ন পরিষদ

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উৎসব মূখর পরিবেশে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদকে ২-০ গোল ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) বিকেল ৩.৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন, অফিসার ইনচার্জ চরভদ্রাসন থানা রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার জাহিদ তালুকদার, যুব উন্নয়ন অফিসার সেলিম খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির ও বদরুজ্জামান মৃধা। টুর্নামেন্টে পরিচালনার দায়িত্ব পালন করেন উন্নয়ন প্রকল্প অফিসার মনজুর সামাদ।

উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন দলের রাতুল ( জার্সি নম্বর ১৮ )। উক্ত খেলাটি পরিচালনা (রেফারি) করেন সাইদ দোহা। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন কামরুজ্জামান সৈকত ও হাসিবুল হাসান এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন মিরাজ শেখ। ধারাভাষ্যে ছিলেন সিনিয়র ধারাভাষ্যকার মোজাফ্ফর হোসেন মোল্ল্যা এবং শেখ সাজ্জাদ হোসেন সাজু।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দর ও মনোরম পরিবেশে দারুণ এক খেলা উপহার দেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা এবং সেই সঙ্গে বিজয়ী দলকে অভিনন্দন জানান। সেই সঙ্গে উক্ত খেলাটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনায করার জন্য সকল রেফারি এবং উপস্থিত সাংবাদিক মহলকে ও অভিনন্দন জানান। গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী রানার্স আপ দলের খেলোয়াড়দের মেডেল ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। ফাইনাল খেলায় পরাজিত দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জায়েদ হোসাইন ও অফিসার ইনচার্জ রবিউল্লাহ খান। গোল্ডেন বুট এবং চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদলে হাতে তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা খাতুন।