• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

ইমামদের পরামর্শে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদককে নির্মূল করতে হবে : সিরাজগঞ্জে এমপি মুন্না


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২২, ৯:৫৯ অপরাহ্ন / ১০০
ইমামদের পরামর্শে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদককে নির্মূল করতে হবে : সিরাজগঞ্জে এমপি মুন্না

এস এম মজনু, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, সমাজ পরিবর্তনে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামদের পরামর্শে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদককে নির্মূল করতে হবে। প্রত্যেকের মাঝে ধর্মজ্ঞান পৌছিয়ে দিতে হবে৷ বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বাল্যবিবাহের কুফল, আত্মহত্যা প্রতিরোধ করতে হবে। এ সব কিছুর জন্য ইমাম দের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা গুলা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মদ, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।
আলোচনা সভা শেষে দেশবাসীর জন্য দোয়ার আয়োজন করা হয়।