• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

ল্যাপারোস্কোপিক ও হিসটেরোস্কোপিক সার্জারী প্রশিক্ষণ শুরু


প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ন / ৪০৩
ল্যাপারোস্কোপিক ও হিসটেরোস্কোপিক সার্জারী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ওজিএসবি কর্তৃক আয়োজিত গতকাল রবিবার থেকে ৫ দিনব্যাপী ল্যাপারোস্কোপিক এবং হিসটেরোস্কোপিক সার্জারী প্রশিক্ষণ কার্যক্রম ওজিএসবি হাসপাতাল এবং আইআরসিএইচ, মিরপুর-১৩ তে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত, গাইনী ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক টি এ চৌধুরী এবং জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, আরো গাইনী ও ল্যাপরোস্কোপিক সার্জন উপস্থিত ছিলেন

অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু, অধ্যাপক রাহিমা বেগম, অধ্যাপক সামিনা চৌধুরী, অধ্যাপক ফেরদৌসি বেগম, অধ্যাপক গুলশান আরা, অধ্যাপক আব্দুল কাইউম, অধ্যাপক মনোয়ারা বেগম, অধ্যাপক সাবেরা খাতুন, অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক শাহীন রহমান চৌধুরী, অধ্যাপক ফাতেমা আশরাফ এবং ডা. বিউটি রানী রয়সহ আরো অনেকে। উক্ত প্রশিক্ষণে ১১ জন্য প্রশিক্ষণার্থী (ডাক্তার) প্রশিক্ষণ নিচ্ছেন। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অত্যন্ত স্বল্প খরচে প্রায় ২৫-৩০ রোগীকে অপারেশন করার পরিকল্পনা করা হয়েছে। এতে আশা করা যাচ্ছে রোগীরা খুব উপকৃত হবে।