• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত


প্রকাশের সময় : মে ২৩, ২০২২, ৯:৪০ অপরাহ্ন / ২২৩
নড়াইলের কালিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

নড়াইল প্রতিনিধিঃ :সারাদেশের মত নড়াইলের কালিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে কালিয়া উপজেলা ভূমি অফিসে ১৯ মে হতে ২৩মে পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা সপ্তাহ২০২২ অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা সপ্তাহের শেষ দিনে সোমবার সকালে উপজেলার পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিজোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহ জুড়ে ভূমি উন্নয়ন কর আদায়ে দাখিলা প্রদান, নামপত্তনের ডিসিআর প্রদান, নামজারী অনলাইন আবেদন গ্রহনসহ সকল ধরনের ভূমি সেবা প্রদান করা হয়। সমাপনী দিনে ভূমি সেবা সপ্তাহ প্রানবন্ত হয়ে ওঠে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুল ইসলাম এর সরব উপস্থিতিতে। তিনি এ সময়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য এ সময়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ০২ শতক জমি ও ০১ টি বাড়ীর দলিলসহ অন্যান্য কাগজপত্র প্রদান করা হয়।