• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

খুলনার কয়রায় জেলা বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীকে পুনরায় সদস্য সচিব মনোনয়নে আনন্দ মিছিল


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন / ২০৯
খুলনার কয়রায় জেলা বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীকে পুনরায় সদস্য সচিব মনোনয়নে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে পুনরায় জেলা বিএনপি’র সদস্য সচিব হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের তিন রাস্তার মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তিন রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জি. এম. মাওলা বক্স, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, মোহাররম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, ডি. এম. জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান রাজু, উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, আমাদি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আবুল কালাম, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাস্টার জামাল ফারুক জাফরিন, বাগালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জি. এম. আব্দুল গফফার, বিএনপি নেতা লুৎফা রহমান, কামরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান হেলাল, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মনিরুল হাসান বাপ্পী একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যোগ্য রাজনীতিক। তার নেতৃত্বে খুলনা জেলা বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।