• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

কেউ ফুটপাথ এবং সরকারি জায়গা দখল করে রাখতে পারবেন না বললেন শ্রীপুর থানার ওসি


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন / ২৭৮
কেউ ফুটপাথ এবং সরকারি জায়গা দখল করে রাখতে পারবেন না বললেন শ্রীপুর থানার ওসি

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরের জনসাধারণের চলাচলের সুবিধার্থে যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার দুপুরে তিনটায় শ্রীপুর সদর বাজার রোডের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার শ্রীপুর সদরে গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে ফুটপাতের বিভিন্ন অংশে জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে দীর্ঘ যানজট লেগেই থাকে। জনসাধারণের চলাচলের সুবিধা, যানজট নিরসন এবং অবৈধ দখল উচ্ছেদ করা।অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালানা সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ওসি তদন্ত আবু বকর,শ্রীপুর থানার সেকেন্ড অফসার জাহিদুল ইসলাম, এস আই মন্ছুর সহ অনেকে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন- কেউ ফুটপাথ এবং সরকারি জায়গা দখল করে রাখতে পারবেন না এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।