• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি খুলনা জয়ী


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন / ৫৬২
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি খুলনা জয়ী

এম,এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আজ রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩.৩০ মিনিটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি খুলনা ১-০ গোলে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী কুষ্টিয়াকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেন। উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউযনুছ আলী প্রামানিকের পৃষ্ঠপোষকতায় এবং চরভদ্রাসন ইয়ং ক্লাবের সার্বিক সহযোগীয়তায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ আয়োজন করে।

এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ফাইনাল খেলার সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আমজাদ প্রামানিক। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ ড. নিখিল রঞ্জন বিশ্বাস খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ফাইনাল খেলাটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা ও দিদারুল ইসলাম সেন্টু।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ২০২৫ ফাইনাল খেলার প্রথমার্ধে নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি খুলনা ১-০ গোলে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয়ার্ধে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী কুষ্টিয়া প্রাণপণ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। ফলে নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি খুলনা ১-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়।
এ ফুটবল টুর্ণামেন্টের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফ দোহা। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন কামরুজ্জামান সৈকত ও হাসিবুল ইসলাম এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন আমির হোসেন। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, নজরুল ইসলাম মোল্ল্যা ও সাজ্জাত হোসেন সাজু।