• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

মধ্যনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন / ১৭৪
মধ্যনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রসাশনের উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের কার্যালয় অফিস কক্ষে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও পরপর তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে,দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক চাই। এনিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়, এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার এসআই নাজমুল, এন এস আই প্রীতম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার,মধ্যনগর উপজেলা জামায়াতের সভাপতি আবু তাহের, মধ্যনগর উপজেলার হেফাজত ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, তাছাড়াও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বিজিবি কমান্ডার ইকবাল বাহার,লিয়াকত ও পূজা উদযাপন কমিটির সদস্য সচিব নিবাস সরকার, সদস্য টি টু রঞ্জন তালুকদার প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, জুয়া খেলা নিয়ন্ত্রণ, চোরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, ইভতিজিং সহ সামাজিক অবক্ষয়ের অপরাধদমন,সীমান্তনিরাপত্তা,চোরাচানী নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বক্তারা।

পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকার সচেতন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায়, সমাজের অপরাধ অরাজকতা বন্ধ করতে হবে। এবং সমাজের মরনব্যাধি মাদক, জুয়া, নিধনের ক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। তাছাড়াও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে, দুর্ঘটনা ও নিরাপদ সড়ক চাই। এনিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।