• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের যম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা অপরাধীর গ্রেফতার করেছে এ এস আই রাশেদকে ক্লোজ করায় সর্ব মহলে সমালোচনা ,পুর্বের কর্মস্থলে রাখার এলাকাবাসীর দাবী


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন / ৩৬
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের যম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা অপরাধীর গ্রেফতার করেছে এ এস আই রাশেদকে ক্লোজ করায় সর্ব মহলে সমালোচনা ,পুর্বের কর্মস্থলে রাখার এলাকাবাসীর দাবী

নিজস্ব প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের যম রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষা সহ অপরাধীর গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষায় ,সিদ্ধিরগঞ্জবাসীর মনে জায়গা করে নিয়েছিল ।সেই এ এস আই রাশেদুলকে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃংখলায় অবদান রাখতে স্থানীয় সাংবাদিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে , যে ভালো কাজ করে তার শত্রু থাকতেই পারে প্রতিনিয়ত অভিযান অরেন্ট তামিল, মাদকদ্রব্য ,উদ্ধার , গত ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা স্থলে পুলিশ যেতে ভয় পেত পূর্বের এসপিও যেখানে সাহস করত না, তখনকার ওসি ও ছিল আতংকে অনুমতি নিয়ে এই এ এস আই রাশেদ ঘটনাস্থলে গিয়ে ব্যবহার দিয়ে বুদ্ধিমত্তায়, মানুষকে নিরাপত্তা দিত, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতো ,তাই সিদ্ধিরগঞ্জ এলাকাবাসীর সহ স্থানীয় সাংবাদিক মহলের কাছে একজন প্রিয় পাত্র ও সাহসিক অফিসার হিসেবে পরিচিত পাই এ এস আই রাশেদ ।

রাশেদকে ঘিরে একটি ফেইক আইডিতে পোস্ট দেওয়ার কারনে ,যে আইডির কোন ঠিকানা নেই ,মানুষকে ব্লাকমেইলিং করা ও হেয় প্রতিপন্ন করা এই আইডির কাজ। তার কারণে একজন ভালো দক্ষ এ এস আইকে ক্লোজ করায় সর্ব মহলে
আলোচনা সমালোচনা ঝড় বইছে ,অনতিবিলম্বে রাশেদকে পূর্বের জায়গায় বহাল রাখতে এলাকাবাসী ও সাংবাদিক মহল জোর দাবি জানাচ্ছে পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছে।