
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ১ আসনে তৃণমূলের গ্রামে গ্রামে উঠান বৈঠক করে, নারীদের মাঝে ৩১ দফার বার্তা পৌছে দিচ্ছেন মাহবুবুর রহমান সরকার। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা।
তিনি রাজনৈতিক জীবনে সবসময়ই জনগণের পাশে আছেন, রাজনীতির কলাকৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন,সৃজনশীলতার জননেতা এবং যুবসমাজের আইকন হিসেবে মানুষের মনে অনায়াসেই ভালবাসার ঠাঁই করে নিয়েছেন। এলাকা জুড়ে জনসভা, পথসভা, উঠান বৈঠক সহ ব্যাপক গণসংযোগের মাধ্যমে, সকল শ্রেনীর নারী পুরুষের মন জয় করেছেন। এবং নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই জনমত জরিপে দেখা গেছে জনপ্রিয়তা বেড়েই চলেছে।
গণসংযোগ কালে তিনি বলেন, তারেক রহমানের তারুণ্যের অগ্রদূত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ বিনির্মাণে জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন যে, হাওর অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করতে হলে, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য সেবার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। সেই সাথে কৃষিনির্ভর এই এলাকার একটি মাত্র বোরো ফসল ধান,সেই ফসল সংগ্রহ করতে,প্রাকৃতিক বিপর্যয়ের আগাম বন্যার পানির কবল থেকে ফসল রক্ষা করতে,স্থায়ী বাঁধ নির্মাণ করার উদ্যোগ নিতে হবে। আমি এলাকার লোকজনের ভালবাসা এবং সংসদীয় দায়িত্ব পেলে জনগণের কল্যাণে উন্নয়ন মুখি মানবিক অবস্থান তৈরির জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি প্রতিনিয়তই নির্বাচনী মাঠে বিএনপির পক্ষে ৪ টি উপজেলার মধ্যনগর,ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জের ছোট বড় সবকটি হাট বাজার গুলোতে পথসভা ও গণসংযোগ চালাচ্ছেন জুড়ে সুরে। এবং ম্যাজিক রিয়েলিজম হিসেবে জনশ্রুতের হিড়িক তুলেছেন তিনি। তাছাড়া যেখানেই মাহবুবুর রহমান সরকার এর পদচারণা, সেখানেই উপচে পড়া মানুষের ভীড়,আর সমর্থকদের ঢল নামতে দেখা যায়।
সুনামগঞ্জ ১ আসনটির হাওর পাড়ের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন বঞ্চিত মানুষের আস্থাভাজন প্রাণ প্রিয় নেতা এখন নির্বাচনী এলাকায়,দিন দিনে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন। একেবারে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে গ্রামঅঞ্চলের পাড়া,মহল্লায় উঠান বৈঠকেও নারীদেরকে নিয়ে সভা সমাবেশ করতে দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার অঙ্গিকার তৃণমূলের ঘরে ঘরে পৌঁছে দিতে, সারা এলাকা জুড়ে চুষে বেড়াচ্ছেন তিনি।
আপনার মতামত লিখুন :