
এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে সোমবার দুপুর ১২ টায় দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উপস্থিত থেকে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়িয়ে এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ সম্পদ অফিসার রাফায়েত উল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উন্নয়ন প্রকল্প অফিসার মনজুর সামাদ, সমাজ সেবা অফিসার জাহিদ তালুকদার,থানা সেকেন্ড অফিসার (এস আই ) রফিকুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী ও জাহাঙ্গীর কবির বেপারী সহ প্রমূখ।
জানা যায়, এ বছর উপজেলা বৃক্ষ মেলায় ফলদ, বনজ ও ঔষধী মিলে তিনটি ষ্টল স্থানীয় সফল উদ্যোক্তা ধারা সাজানো হয়েছে। ষ্টল গুলো হলো সিয়াম নার্সারি, হাসিবুল নার্সারি ও বিসমিল্লাহ নার্সারি। ষ্টলগুলো দুইদিন ব্যাপী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছ। আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :