
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সুনামগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতান মোঃ সবুজ ও সদস্য সচিব সেলিম আহম্মেদের যৌথ সাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে, শাকিল আলমকে আহ্বায়ক এবং সেলিম আহমদকে সদস্য সচিব করা হয়েছে।
পরে শনিবার বিকেলে মধ্যনগর উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির আয়োজনে, এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভায় নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মধ্যনগর উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দা। সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর। তিনি জিয়ার আদর্শ ধারণ করে আগামী দিনে উপজেলা জিয়া মঞ্চের রাজনীতিকে আরও গতিশীল করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুকন উদ্দিন, ছাত্র দলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চায়নিক দেবনাথ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য মো.আরিফ মিয়া এবং যুবনেতা মো.শাকিল খান প্রমুখ।
এ সময় উপস্থিত নেতারা বক্তব্যে বলেন, জিয়া মঞ্চ সংগঠন আগামী দিনে একটি শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করবে। তাছাড়া শহীদ জিয়া’র আদর্শে বিশ্বাসী রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন। পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :