• ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন / ২৮
উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উৎসব মূখর পরিবেশে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন, অফিসার ইনচার্জ চরভদ্রাসন থানা রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির ও বদরুজ্জামান মৃধা। টুর্নামেন্টে পরিচালনার দায়িত্ব পালন করেন উন্নয়ন প্রকল্প অফিসার মনজুর সামাদ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোকাবেলা করে ৪নং গাজিরটেক ইউনিয়ন পরিষদ বনাম ২নং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ। উক্ত খেলায় ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২নং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ বনাম ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ। এ ম্যাচে দুই দলের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পরে ট্রাইবেকারে ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলাটি পরিচালনা (রেফারি) করেন সাইম হোসেন। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন মিনার বিশ্বাস ও কাজী কামরুল । ধারাভাষ্যে ছিলেন মোজাফ্ফর হোসেন মোল্ল্যা এবং শেখ সাজ্জাদ হোসেন সাজু।

মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিত ছিল এবং দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস ও করতালিতে পুরো চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ মুখরিত ছিল। রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। টুর্নামেন্টের পরবর্তী খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।