• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে মাটি বিক্রির অভিযোগ


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন / ৭১
মাগুরার শ্রীপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে মাটি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে আবু সাইদ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলার শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সরেজমিন গিয়ে দেখা গেছে, তিনি নিজের জমির সামনের পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা দখল করে পুকুর খননের কাজ করছে এবং মাটি বিক্রি করছে।

এ বিষয়ে আবু সাইদ মণ্ডল বলেন, আমার এখানে নিজস্ব ৩৫ শতাংশ জমি রয়েছে। এই জমির পাশে একোয়ার রয়েছে। আমার এখানে পুকুর ছিল। এখন শুধুমাত্র পুকুর খনন করে পুকুরের পাড় বাঁধা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার কোন সুযোগ নেই৷ বিষয়টি দেখার জন্য আমাদের লোক পাঠাবো। এমনটি হলে পদক্ষেপ গ্রহণ। করা হবে।