• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী পাসপোর্ট অফিসে দালাল রাজীবের দৌরাত্ম্য


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ৬:১২ অপরাহ্ন / ৭২
যাত্রাবাড়ী পাসপোর্ট অফিসে দালাল রাজীবের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হোতা রাজিব মিয়ার দাপটে সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানীর অন্ত নেই। দালাল রাজিব মিয়া সরকারি কর্মকর্তা বা কর্মচারী না হলেও দাপটের সাথে এই অফিসের দোতলায় বসে পাসপোর্টের দালালির কাজ করেন।

এ অফিস থেকে ঢাকার ১৩টি থানার বাসিন্দাদের নতুন পাসপোর্ট করা ও নবায়নসহ এ সম্পর্কিত সব সেবা দেওয়া হচ্ছে। থানাগুলো হল,যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, খিলগাঁও, শাজাহানপুর, সবুজবাগ, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার।

জানা যায়, এ পাসপোর্ট অফিসকে ঘিরে সক্রিয় হয়েছে একাধিক দালাল চক্র। এই দালাল চক্রে অন্যতম হোতা রাজিব মিয়া। এই দালাল রাজীব মিয়ার কাজ হচ্ছে সত্যায়িত থেকে শুরু করে আবেদন জমা দেয়া ও পুলিশ ভেরিফিকেশনের কন্ট্রাক্ট নেওয়া। পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায় অফিসের দোতালায় বসেই চেয়ার টেবিল নিয়ে বসে কাজ করছেন দালাল রাজীব মিয়া।

সেখানে বসেই তিনি পাসপোর্ট করতে আসা লোকজনকে সেবা দেওয়ার নাম করে ঠকিয়ে আসছে।