• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ণ বৃত্তি প্রদান ও শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৩, ৯:৫২ পূর্বাহ্ন / ৬৯
বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ণ বৃত্তি প্রদান ও শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,কাটাখালি,বাগেরহাটঃ শিক্ষার মান উন্নয়ন, নেছার উদ্দিন শিক্ষা উপবৃত্তি ও অবসর জনিত ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে ফকিরহাটের জাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহি জাড়িয়া ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘকাল যাবত অত্র এলাকার মৃত নেছার উদ্দিনের স্মরনে শিক্ষা উপবৃত্তি প্রদান করে আসছেন তারি সুযোগ্য পুত্র শিক্ষানুরাগী বিশিষ্ট্র ব্যবসায়ী এস এম হারুনার রশিদ। তারি ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। একই সাথে অত্র বিদ্যালয়ের অবসর জনিত ২ জন কৃতি শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠান ও কাটাখালি প্রেসকাবের সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, প্রতিষ্ঠান প্রধান সুপার মাওলানা আদম আলী, সাবেক শিক্ষক মাওলানা আতিয়ার রহমান, আহাদ হায়দারসহ বিদায়ী শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি এইচ এম নাসির উদ্দিন তার বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে প্রচেষ্টার কথা তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা জানান ইতিমধ্যে উন্নয়ন মূলক কর্মকান্ডে বেশ কিছু সরকারি অনুদান প্রদান করেছেন। আরো সহযোগীতার প্রতিস্রুতি ব্যক্ত করেন।