• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন / ৮৩
বাগেরহাটের মোরেলগঞ্জে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,মোরেলগঞ্জ,বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে খননকৃত খাল কেন্দ্রীক সুবিধা ভোগীদের নিয়ে গরু মোটাতাজা কারণ, মাছ চাষ ও সবজি চাষ বিষয়ক আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মোরেলগঞ্জের আয়োজনে সোমবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান।

অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের কনসালটেন্ট মো. জাহাঙ্গীর হোসেন। বক্তৃতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. জাহিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম ও প্রকল্পের সুবিধাভোগী রাজিয়া বেগম প্রমুখ।