• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধীর মুখে কোরআন তেলওয়াত শুনে আবেগাপ্লুত এসপি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন / ৮২
লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধীর মুখে কোরআন তেলওয়াত শুনে আবেগাপ্লুত এসপি

জয়নাল আবেদীন,লক্ষ্মীপুরঃ ক্ষুদে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে পবিত্র কুরআন তেলওয়াত ও গজল শুনে মুগ্ধ হয়েছেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। শিশুদের পাশে গিয়ে বসেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অন্ধ শিশুদের পাশে বসে কোরআন তেলওয়াত ও গজল শুনছেন।

বুধবার দুপুরে শহরের কালু হাজি সড়কের পাশে অবস্থিত আব্দুল গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজীয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় পরিদর্শনে যান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

এতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার কর্মকতা (ডিআই-ওয়ান) মো. আজিজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ প্রমুখ।

জানতে চাইলে পুলিশ সুপার আশরাফ বলেন, সত্যিই তিনি মুগ্ধ। শিশুরা চোখে দেখে না, তবুও এতো সুন্দর করে কোরআন তেলওয়াত করে। চমৎকার গজল পরিবেশন করে। তার জানা ছিল না, জেলা শহরের পাশে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা আছে।

তিনি খুশি হয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন। সবসময় জেলা পুলিশের পক্ষ থেকে এ মাদরাসার খোঁজ-খবর রাখবেন বলে জানান।