• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

খুলনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ৭:৩২ অপরাহ্ন / ১১০
খুলনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল,খুলনাঃ খুলনা মহানগর ও জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সময় শিববাড়ি মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে জাতীয় ও দলীয় পতকা উত্তেলনের মধ্যমে জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ । বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মি সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন রং বেরংয়ের পেষ্টুন ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে সম্মেলন উপস্থিত হন, জয়বাংলা স্লোগানে মুখোর ছিল সম্মেলন স্হল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলির সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য্য, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ,

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সেখ সালাহউদ্দিন জুয়েল এম,পি, বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এম,পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা,পঞ্চানন বিশ্বাস, নারায়ণ চন্দ্র চন্দ্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আক্তারুজ্জামান বাবু, সালাম মুর্শেদী, ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, ডাক্তার আশিকুর রহমান শান্ত। প্রধান অতিথি তার বক্তব্য বলেন কোন রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া যে কোন রাজনৈতিক দলের জন্য সম্মেলন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সম্মেলনের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা উজ্জীবিত হয়, সংগঠনের কর্মকান্ডে সক্রিয় হয়। ফলে সংগঠন গতিশীল হয় এবং স্থবিরতা কেটে যায়। খুলনা মহানগর যুবলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ অনুষ্ঠিত হল, এই সুদীর্ঘ সময়ে ৬ টি সম্মেলন হওয়ার কথা সেখানে কোনো সম্মেলন হয়নি। বেশিরভাগ ওয়ার্ডেই পূর্নাঙ্গ কমিটি নেই। ফলে সংগঠনে স্থবিরতা বিরাজ করছিল। আজ এই সম্মেলনের মধ্যেদিয়ে সকল নেতা কর্মীকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখার পরামর্শ দেন।

ছবি তৈয়ব আলী পর্বত,খুলনা।