• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

খুলনার ডুমরিয়ায় ১৬ দলীয় মিনি নাইট ফুটবলের ফাইনাল টুর্ণামেন্ট


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন / ৬৭
খুলনার ডুমরিয়ায় ১৬ দলীয় মিনি নাইট ফুটবলের ফাইনাল টুর্ণামেন্ট

মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল,খুলনাঃ খুলনার ডুমরিয়ায় ১৬ দলীয় মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট, ট্রাইব্রেকারে মাধবকাটি ফুটবল একাদশকে হারিয়ে খুলনা ইউনাইট কিং চ্যম্পিয়ান। “খেলা চায় খেলতে চায় মাদকমুক্ত সমাজ চাই “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শুভ নববর্ষ উপলক্ষে। খুলনা ডুমুরিয়ার রামকৃষ্ণপুর নবারুন সংঘের উদ্যোগে ১৬ দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,ডুমুরিয়া মাধবকাটি ফুটবল একাদশ বনাম খুলনা ইউনাইট কিং এর মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

রংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর নবারুন সংঘের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে,১৬ দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,অনুষ্টানের প্রধান অতিথি খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য আজগর বিশ্বাস তারা।

সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, সাধারন সম্পাদক আদিত্য কুমার মন্ডল, খুলনা জেলা যুবলীগ নেতা শাহ মোঃ মাসুদ হাসান লাভলু, মোঃ মাজহারুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি কিশোর মন্ডল, বিশিষ্ট সমাজসেবক পরিতোষ কুমার রায় ও উত্তম কর্মকার প্রমুখ।

হাজারও দর্শকদের মাঝে ৫০ মিনিটের নির্ধারিত সময়ে মাধবকাটি ফুটবল একাদশ বনাম খুলনা ইউনাইট কিং এর মধ্যকার খেলার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র হলে।

খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খুলনা ইউনাইট কিং ৫-৪ গোলে জয়ী হয়। পরে খেলার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য আজগর বিশ্বাস তারা ও খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আজগর বিশ্বাস তারা বলেন, খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।

উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মাধবকাটি ফুটবল একাদশ এর বাধন মন্ডল এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট খুলনা ইউনাইটেড কিং এর মোঃ মামুন নির্বাচিত হয়েছেন।খেলায় রেফারির দায়ীত্ব পালন করেন, মোশারফ হোসেন, মনিরুজ্জামান ও অহিদুজ্জামান।