• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে : জাফর ওয়াজেদ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ১১:২৯ অপরাহ্ন / ২৬৯
সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে : জাফর ওয়াজেদ

নিজস্ব প্রতিবেদকঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতা করতে হলে প্রথমেই আইন সম্পর্কে জানতে হবে। হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পিআইবি’র সেমিনার কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কর্মশালায় খুলনা জেলার রূপসা, তেরখাদা ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাংবাদিকদের সাথে সেবা প্রদান প্রতিশ্রুতি বিযয়ে অংশীজনের অবহিতকরণ কর্মশালায় (আবাসিক প্রশিক্ষণার্থী) সঞ্চালকের বিস্তারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় আলোচক ছিলেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো. আফরাজুর রহমান। র‍্যাপোটিয়ার ছিলেন পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্বে মো. জাকির হোসেন। এ সময় সাংবাদিক নেতা বুদ্ধদেব হালদার জুয়েলসহ কর্মশালায় ২৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।