• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ওমিক্রন ঠেকাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২১, ২:৪৬ অপরাহ্ন / ১৫২
ওমিক্রন ঠেকাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

আজকের বাংলাদেশ প্রতিবেদন : মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও বিয়ের অনুষ্ঠান গুলো সীমিত করতে জেলা পর্যায়ের কমিটিকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নতুন কোনো অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে| তিনি আরও বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে ১৫টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।ইতোমধ্যে সাউথ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেশের আকাশপথ, স্থল ও সমুদ্রবন্দরে কঠোর সতর্কতা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন ও তা প্রজ্ঞাপন আকারে জারি করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে।