• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ন / ৬৮২

ভাষার মাস
——-আকিকুর রহমান তালুকদার

তেরো শত আটান্ন সনে ঝরে ভাষার জন্য রক্ত
ফাগুন মাসে লড়াই করে মায়ের যতো ভক্ত।
জীবন দিয়ে ভাষা সৈনিক ভাষার জন্য লড়ে,
বিশ্ব বাসি বঙ্গবাসি সবে তাদের স্বরণ করে।

বাংলা আমার মায়ের ভাষা পাই যে মনে আশা
জন্ম থেকেই মায়ের কোলে শুনি মধুর ভাষা।
ফাগুন মাসে আট তারিখে মিছিল হলো ঢাকা,
উর্দু ভাষি হানাদার গন চালায় বুকে চাকা।

স্বাধীন পতাকায় স্বাধীন জাতি গর্বে ভরে বুক
স্বাধীন দেশে স্বাধীন জাতি পাই যে কতো সুখ।
স্বাধীন দেশে পতাকা হাতে যাইযে কতো লিখে
বাংলা ভাষার শহীদ মিনার আছে বিশ্ব বুকে।

আউল বাউল গানের দেশে বাংলা ভাষার সুর
রাখালিয়া বাজায় বাঁশি ঐ যে সুমধুর।
আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা মায়ের তাজ
ভাষার দিনে বাংলা মায়ের সম্মান বুকে আজ

ভাষার জন্য লড়াই হলো ইংরেজী সাল বলি
রক্ত ঝরে ফাগুন মাসে ফোঁটে ভাষার কলি।
শহীদ সকল বাংলা ভাষার শ্রদ্ধা হাজার ফুলে
দেশ হতে দেশান্তরে নিজ ভাষা সবাই বলে।