• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সুন্দরবনে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ জরিপের কাজ শুরু


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৩, ১০:২১ অপরাহ্ন / ৭০
সুন্দরবনে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ জরিপের কাজ শুরু

এম রুমানিয়া,সুন্দরবন থেকে ফিরেঃ অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বাঘ জরিপের কাজ শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় সুন্দরবনের কালাবগি ফরেস্ট অফিস এলাকায় ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

সুন্দরবনে বাঘ সংরক্ষণ যে কার্যক্রম চলমান তা সঠিক কি ভুল তা বিশ্লেষণের জন্যই বাঘ জরিপ। জরিপে বাঘ যদি কমে তাহলে মনে করতে হবে কোথাও কোন ঘাটতি রয়েছে। আর ফলাফলে যদি বাঘ বাড়ে তাহলে বুঝতে হবে বন বিভাগের কার্যক্রম সঠিক আছে। আর তাই বিশেষজ্ঞরা আশাবাদি এখান থেকে ভালো একটি ফলাফল আসবে।
অপরদিকে বন বিভাগ বলছে সুন্দরবনের ৬৬৫টি গ্রীডে ক্যামেরা স্থাপনের কাজ করবো। প্রত্যেকটি গ্রীডের দুইপাশে দুটি ক্যামেরা থাকবে। এমন ভাবে ক্যামেরা স্থাপনের কাজ করা হয়েছে, যেন বাঘ বা যে কোন পশু গেলে সেম্সর কাজ করবে, ছবি উঠবে। ৪০দিন একই জায়গায় এই ক্যামেরা থাকবে। ১৫ দিন পরপর ক্যামেরা চেক করা হবে।
এদিকে নানান জটিলতার পর এই কার্যক্রম শুরু হয়েছে। ৩ কোটি ২১ লাখ টাকার যাথে অপচয় না হয় সেই কথা বলেছেন উপমন্ত্রী।
জরিপ কার্যক্রম শেষে ২০২৪ সালের জুন জুলাইয়ে ফলাফল ঘোষণা করা হবে।