• ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে রুপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা লুটপাটের অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন / ১৮
সুনামগঞ্জের মধ্যনগরে রুপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা লুটপাটের অভিযোগ

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অন্তর্গত মধ্যনগর দিঘর রুপেশ্বর বিল নামের জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুপক্ষের ২ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল দুইটার দিকে মধ্যনগর বাজারে ইজারাদারদের অফিস ঘরে এ ঘটনা ঘটে।

ঘটনা স্থলে গিয়ে জানা যায় ও ইজারাদার পক্ষের অভিযোগ,মধ্যনগর গ্রামের কয়েকজন সঙ্গবদ্ধভাবে বিলের মাধ্যিখানে মাছ ধরতে যায়। পরে পাহারাদাররা জেলেদের মাছ ধরতে বাধা-নিষেধ করে। এসময় দু’পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পরে মাছ শিকারিরা বিল থেকে তারা চলে এসে, এবং পরপরই সঙ্গবদ্ধ হয়ে কয়েকজন লোক ইজারারের অফিসে গিয়ে নিজাম উদ্দিন নামে একজন পাহারাদারকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। এবং অফিস ঘর ভাঙচুর ও লুটপাট করারও অভিযোগ উঠেছে।

এসময় অফিস ঘরে থাকা বিলের পিসারির দীর্ঘদিনের জমানো টাকা লুঠপাট করে নিয়ে যায় বলে ইজারাদারপক্ষ অভিযোগ করেন। অন্যদিকে অভিযুক্তরা জানায় যে, তারা বাড়ির পাশেই খাওয়ার জন্যে শখের বশে মাছ ধরতে যায়, পরে পাহারাদাররা মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে যায়। তাছাড়াও মারধর করার অভিযোগ করেন মধ্যনগর গ্রামের জোবায়ের হোসেন। ঘটনার পরপরই মধ্যনগর গ্রামের কয়েকজন জেলে ও স্থানীয় সাধারণ লোকজন বিলের সীমানা নির্ধারণ ও ইজারাদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিক্ষুব্ধরা ইজারাদারদের অফিসের পেছনে রাখা পাহারাদারের নৌকা নিয়ে থানায় জমা দেন।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।