• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি-চোরাইকারবারি সংঘর্ষ লাশ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৮:১০ অপরাহ্ন / ১৭
সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি-চোরাইকারবারি সংঘর্ষ লাশ উদ্ধার

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি চোরাইকারবারি সংঘর্ষ স্থানীয়দের অভিযোগ সংঘর্ষে ওমর আলী নিহত হয়েছে। ঘটনার দুই দিন পর টাংঙ্গুয়ার হাওরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে রুপনগর কান্দাপাড়া সংলগ্ন টাঙ্গুয়ার হাওর থেকে উমর আলী(৩০)নামের একজনের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের খিধিরপুর গ্রামের ওমর আলী নামের এক নৌকা শ্রমিক বিজিবি’র গুলিতে নিহত হওয়ার অভিযোগ তুলেছে নিহতের স্বজনরা।

মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রুপনগর ছড়ার পাশে টাঙ্গুয়ার হাওরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে হাওর থেকে লাশ উদ্ধার করে। মৃত উমর আলী খিদিরপুর গ্রামের শামছুল হকের ছেলে।

বিজিবি ও স্থানীয়সূত্রে জানাগেছে, উমর আলী ধান ব্যবসার পাশাপাশি নৌকা দিয়ে গরু পরিবহনের কাজ করতেন। গত রবিবার রাতে তিনি গরু পরিবহনের কাজে গিয়েছিলেন। গরু নিয়ে যাওয়ার সময় রাত ১০ টার দিকে গরু বহনকারী দুটি স্টিলবডি নৌকা আটক করে বিজিবি। একপর্যায়ে আটককৃত গরুগুলোকে ভারতীয় গরু দাবি করে চ্যালেঞ্জ করে বিজিবি। গরু আটকের পরে চোরাইকারবারিরা তা ছাড়িয়ে নিয়ে যেতে, বিজিবির উপর বল্লম ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানান বিজিবি।আত্মরক্ষার্থে তখন বিজিবি গুলি চালায় বলে জানান তারা। এসময় দুটি নৌকার মধ্যে একটি নৌকা নিয়ে পালিয়ে গেলেও অপর একটি নৌকা থেকে ৩২ টি গরু আটক করে বিজিবি। এই ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও কোন প্রেসরিলিজ দেয়নি বিজিবি। এমনকি স্থানীয় সাংবাদিকদের কলও রিসিভ করেননি তারা। দুই দিন পর হাওরে লাশ ভাসমান দেখতে পেয়ে নৌকা নিয়ে স্থানীয়রা সেখানে জড়ো হয়। তাদের মধ্যে সোহাগ নামে একজন লাইভে এসে বলে, তাকে বিজিবি হত্যা করেছে বলে দাবি করেন। তিনি বলেন,এইযে দেখেন ভায়েরা বাঙ্গালভিটা ক্যাম্পের বিজিবি হাওরে এসে গুলি করে তাকে হত্যা করেছে। লাইভে বলতে শোনাযায়, বুকে গুলি করছে পিঠ দিয়ে বের হইছে বলতেও শোনা যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক একে এম জাকারিয়া কাদির চোরাইকারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আখেরুজ্জামান নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাওরে যে লাশ পাওয়া গেছে, তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে প্রকৃত ঘটনা জানা যাবে।