• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

সিলেটের নৌকার মনোনয়ন পেতে নেতাদের দৌড় ঝাঁপ শুরু


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন / ১১৯
সিলেটের নৌকার মনোনয়ন পেতে নেতাদের দৌড় ঝাঁপ শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ নৌকার মনোনয়ন পেতে অব: প্রাপ্ত মেজর শামসুল আরিফিন এর কাছে দৌড়জাপ শুরু করেছেন সিলেটের অনেক আওয়ামীলীগ নেতা। সুত্রে জানা যায়, চলতি মাসের ৪ আগষ্ট বাংলাদেশ – ভারত ডায়লগ অনুষ্টানের ভ্যানু এবং হুটেল দেখতে সিলেটে আসেন অবঃ মেজর আরিফিন।

যার দায়িত্ব মেজর আরিফিন কে দিয়েছে স্বয়ং পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মিস্টার আরিফিন সিলেট আশার পর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিভিন্ন নেতাদের আওয়ামীলীগের মনোনয়ন দিতে কথা বার্তা শুরু করেন তিনি।

অব: মেজর আরিফিন কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাবাজন মনে করে আওয়ামীলীগ নেতারা ধর্ণা দিতে শুরু করেন তাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের এক সংসদ সদস্য ক্ষুব প্রকাশ করেন, তিনি জানান দলের মনোনয়ন দিবেন দলের প্রধান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও দলীয় নির্বাচন বাচাই কমিটি সেখানে অন্য কোন ব্যাক্তির হস্তক্ষেপ স্বরযন্ত্রের সামিল। তিনি আরো বলেন কোন প্রার্থী মনোনয়ন পাবেন আর না পাবেন তাদের চরিত্র সহ সব কিছু তদন্ত করছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেখানে একটা হুটেলে এসে সিলেটের আওয়ামীলীগ নেতাদের সাথে এমন আলোচনা হাস্যকর আমি মনে করে এতে আওয়ামিলীগের বদনাম হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া উচিৎ।