• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ কর্মী যারা হায়াৎ এর বিশেষ উদ্দ্যোগে : আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশের জের : অবশেষে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফিরে পেলেন সেই ভুক্তভোগী রিয়াদ হোসেন


প্রকাশের সময় : জুন ২৩, ২০২৩, ৯:২৭ পূর্বাহ্ন / ২২৮
সংবাদ কর্মী যারা হায়াৎ এর বিশেষ উদ্দ্যোগে : আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশের জের : অবশেষে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফিরে পেলেন সেই ভুক্তভোগী রিয়াদ হোসেন

যারা হায়াৎ, বিশেষ প্রতিনিধিঃ আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশের জের : অবশেষে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফিরে পেলেন সেই ভুক্তভোগী রিয়াদ হোসেন। সংবাদ কর্মী যারা হায়াৎ এর মাধ্যমে এ সকল কিছু ফিরে পান তিনি।

সম্প্রতি আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় “মতিঝিল জোনের এসি রুহানি পুলিশ নয় এখন সন্ত্রাসী দিয়ে করায় ডিউটি” শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে পুলিশের। পরে সংবাদ কর্মী যারা হায়াৎ কে ডেকে নিয়ে ওই ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফিরিয়ে দেন এসি গোলাম রুহানি। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট  ফিরে পেয়ে সংবাদ কর্মী যারা হায়াৎ ও আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগী ওই পরিবার।

উল্লেখ, গত ০২/০৬/২০২৩ তারিখে এসআই রবিন এবং এসআই মাসুম পল্টন থানায় জোর পূর্বক ভয়বীতি দেখিয়ে স্ট্যাম করে নেয় ভুক্তভোগী রিয়াদ হোসেনের কাছ থেকে। পরে ভূক্তভোগি মতিঝিল ডিসির বরাবর অভিযোগ নিয়ে মতিঝিল ডিসি অফিসে গিয়ে ডিসিকে বিষয়টি সম্পূর্নভাবে জানায় । ডিসি ঘটনা শুনে পল্টন থানার ওসি কে তৎক্ষণাৎ ফোন করে বলে দেয়। পরে এসি গোলাম রুহানির সহযোগিতায় পূনরায় ভূক্তভোগীকে হুমকি ধামকি দিয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। না হলে তাকে বিভিন্ন মামলা দিবে বলে ভয়-ভীতিও দেখায় ।

তবে ওই ভুক্তভোগী রিয়াদ হোসেনকে যে কোন সময় মিথ্যা মামলায় ফাঁসাতে পারেন ওই এসি বলে দাবী করে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পুলিশ প্রধানসহ পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি।