• ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন / ১৬
শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীপুর বালিকা বিদ্যালয়ে সোমবার বেলা ১১টায় আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালী ও মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরন্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল রেজাউল করিম প্রমুখ ।

আলোচনা শেষে দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে নেতৃবৃন্দ উপজেলার অধিকাংশ পূজা মন্ডপ পরিদর্শন করেন।