• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৯:০১ অপরাহ্ন /
শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রবিবার সকাল ৯টায় শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তনুষ ব্যানার্জী তুর্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সন্তান। একই সাথে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টাইফয়েড টিকা প্রদানের মধ্যে দিয়ে মাসব্যাপী টিকা ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এজাজ আহমেদ রোচি, প্রেস ক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক এনায়েত হোসেন, জেলা স্যানেটারি ইন্সেপেক্টর (ভারপ্রাপ্ত) অচিন্ত্য কুমার সাহা, ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক রাজনীতিক,স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও ছাত্র /ছাত্রীবৃন্দ। ১২ অক্টোবর থেকে উপজেলার ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ও ১৯২ টি ইপিআই সেন্টারে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।