• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন / ৬১
শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ আমি কন্যাশিশুর স্বপ্নে গড়ি, সাহসে লড়ি দেশের কল্যানে কাজ করি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মণ্ডল। শ্রীপুর প্রেসক্লাবের সহ সহভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুন্জন বিশ্বাস , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেকত উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মোল্যা মিজানুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, তৃনমূল সংস্থার প্রশিক্ষিত ফারিয়া সুলতানাপ্রমুখ।