• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ১১:১৫ অপরাহ্ন / ৮৩
লালমনিরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হল রুমে জাতীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে এ প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ২০ ফেব্রুয়ারি এ পরিচালিত হবে। ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের মৃত্যুর গুজব রয়েছে এই গুজবে কান না দিয়ে নিজ নিজ কেন্দ্রে শিশুদেরকে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন তিনি এবং গণমাধ্যম কর্মীদের প্রচারে সহায়তা করার আহবান জানান।

এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য লালমনিরহাট জেলার দুটি পৌরসভা ও ৫ উপজেলায় এলাকা ভিত্তিক কেন্দ্র করে প্রত্যেক কেন্দ্রের দুজন করে কর্মী/স্বেচ্ছাসেবক থেকে শিশুদের ক্যাপসুল খাওয়াতে সহায়তা করবে।