• ঢাকা
  • রবিবার, ২৩ Jun ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই করা টাকা উদ্ধার গ্রেপ্তার ৫


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ১২:০২ অপরাহ্ন / ১২
র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই করা টাকা উদ্ধার গ্রেপ্তার ৫

এম রাসেল সরকারঃ র‍্যাব পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা হামিম ইসলামসহ চক্রের ৫ জনকে গ্রেফতার করেন র‍্যাব।

বুধবার রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, অন্যান্য সরঞ্জাম এবং ছিনতাই করা টাকা উদ্ধার করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গত ৬ জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে কারখানা কর্মকর্তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন। মামলার ছায়া-তদন্ত করে ডাকাতি চক্রের মূলহোতা হামিম ইসলামসহ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।