• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাট আলহাজ্ব এম. এ হাদী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য নির্বাচন


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ৭৩
রাজশাহীর চারঘাট আলহাজ্ব এম. এ হাদী ডিগ্রী কলেজে অভিভাবক সদস্য নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার আলহাজ্ব এম. এ হাদী ডিগ্রী কলেজে অভিভাবক সদ্যস্য পদে নির্বাচন (১৮ অক্টোবর) শনিবার তিন অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উক্ত নির্বাচনে চারঘাট অভিভাবক সদস্য পদপ্রাথীদের মধ্যে চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (বাচ্চু) নির্বাচনে অংশগ্রহন করেন।

জানা গেছে , চারঘাট বাজার ও থানার সদরে চারঘাট আলহাজ্ব এম. এ হাদী ডিগ্রী কলেজ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ কলেজে মোট ভোটার সংখ্যা ৮১৯ জন। এ নির্বাচনে তিনটি প্যানেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপির ২টি প্যানেল ও জামায়াতের ১ টি প্যানেল এরা হলেন, আব্দুলাহ আল কাফি, সাইদুর রহমান, সাজ্জাদ হোসেন, জমির উদ্দিন, গোলাম মোস্তফা, মনিরুল, নজরুল ইসলাম ও আশাদুজ্জামান।

এ বিষয়ে চারঘাট আলহাজ্ব এম. এ. হাদী ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবু তাহের বলেন, নির্বাচনে কাজ সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একজন অভিভাবক তিনটি করে ভোট দিতে পারবেন।