• ঢাকা
  • শনিবার, ২৯ Jun ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহণ


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন / ৩৩
রাজশাহীর চারঘাটে উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, পুরুষ ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি ও মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম দ্বায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বীদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।