• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে অবৈধ পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকাা জরিমানা ও এক মাসের কারদন্ড


প্রকাশের সময় : মে ৮, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন / ১৫৮
রাজশাহীর চারঘাটে অবৈধ পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকাা জরিমানা ও এক মাসের কারদন্ড

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে অবৈধ ভাবে পুকুর খননের অপরাধে পুকুর মালিককে এক মাসের কারাদণ্ড ও ভেকু মালিকের ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সোমবার বেলা ১১ টার দিকে গোপন সূত্রে জানতে পারেন যে, চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের গোয়াবাড়ি এলাকায় আজিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) অবৈধভাবে পুকুর খনন করছে।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন সঙ্গীয় পুলিশ সহ দ্রুত ঘটনা স্থলে পৌছে।

পুকুর মালিক রবিউল ইসলাম ও ভেকু মালিক বাঘা উপজেলার খায়েরহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩৩) কে আটক করে।

আটক কৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) ধারা অপরাধে ১৫ (১) ধারা মোতাবেক বেআইনীভাবে মাটি উত্তোলন করার অপরাধে পুকুর মালিক রবিউল ইসলাম কে ১ মাসের কারাদন্ড ও ভেকু মালিক মনিরুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা রায় প্রদান করেন।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমার উপজেলার যে কোন এলাকায় অবৈধভাবে পুকুর খননের সংবাদ পেলে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।