• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

রাজধানীর মুগদা খিলগাঁও থেকে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার-র‌্যাব-৩


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন / ৬৪
রাজধানীর মুগদা খিলগাঁও থেকে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার-র‌্যাব-৩

এম রাসেল সরকারঃ রাজধানীর খিলগাঁও এবং মুগদা এলাকা থেকে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নজরুল ইসলাম (৬০), পিতা-ফরিদ উদ্দিন, সাং-মেটংঘর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং মারামারি মামলায় ৯ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুজন সরকার (২৬), পিতা-রওশন আলী সরকার, সাং-কড়ইবাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা। বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ রাতে এই দুই আসামী কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, নজরুল ইসলাম এবং সুজন সরকার প্রতারণা এবং মারামারি ঘটনার কথা স্বীকার করেন।

তাদের নামে উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক নজরুল ইসলাম এবং সুজন সরকারকে এক বছর এবং নয় মাসের সাজা প্রদানের রায় ঘোষনা করেন।

তাদের নামে মামলা রুজু হওয়ার পর থেকেই তারা বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।