• ঢাকা
  • রবিবার, ২৩ Jun ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

রাজধানীর পান্থপথে ৮০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন / ১১
রাজধানীর পান্থপথে ৮০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

এম রাসেল সরকারঃ বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানীর পান্থপথে ৮০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে রাজধানীর পান্থপথে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ওলিও ইন্টারন্যাশনালের দখলে থাকা শুক্রাবাদ মৌজার এস.এ, আর.এস ও সিটি ১ নং খতিয়ানের ০.০৮৭৪ একর ভূমি ভূমিতে ০৪ তলা স্থাপণাসহ সরকারি জমি দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি সম্পত্তির মূল্য স্হাপনাসহ প্রায় ৮০ কোটি টাকা।