• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১২ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে জোরপূর্বক দোকান দখলের পাঁয়তারা : প্রশাসনের দারস্থ ভুক্তভোগীরা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ১০:২৮ অপরাহ্ন / ৭৭
রাজধানীর পল্লবীতে জোরপূর্বক দোকান দখলের পাঁয়তারা : প্রশাসনের দারস্থ ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পল্লবী ৬ নম্বর সেকশনে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে রাইসা ফ্যাশন গ্যালারি নামে এক কাপড় ব্যবসায়ী ব্যবসা করে আসছিল খাদিজা বেগম নামে এক মহিলা। ২০১৭ সালে প্রায় তের লক্ষ টাকা অগ্রিম দিয়ে মাসিক ১০ হাজার টাকা ভাড়া বিনিময়ে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসছে। দোকানের প্রকৃত মালিক দেশের বাইরে থাকায় এই ভাড়াটিয়া ব্যবসায়ী খাদিজা বেগমের উপর নির্যাতনের খড়গ চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এই দোকানের প্রকৃত মালিক নুরুল ইসলাম নুরহান, তার সাথে ভাড়াটিয়ার কোন সম্পর্কের অবনতি ঘটেনি। কিন্তু নুরুল ইসলাম দেশের বাইরে থাকায় তার ছোট দুই ভাই এই দোকান গ্রাস করার জন্য তাল তাফালিং করে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে বলে এলাকাবাসী জানান। শুরু হয়েছে দুর্বৃত্তদের তুলকালাম কান্ড। সেখানে চলচ্ছে একের পর এক সন্ত্রাসীদের হামলা, দুর্বৃত্তরা হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, দোকানে জোরপুর্বক তালা লাগিয়ে দিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগে জানা যায়। ঘটনা এখানেই শেষ নয় দোকান মালিককে মামলা দিয়ে ব্যবসায়ী খাদিজার স্বামীকে হাজত খাটিয়ে উঠিয়ে দেওয়ার জন্য নানা ধরনের পায়তারা করে আসছে ঐ সংঘবদ্ধচক্র। এই দুর্বৃত্ত চক্রের নেতৃত্ব দিচ্ছে শেখ রায়হান, শেখ এরফান ডালিম গং জোরপূর্ব দোকান দখল করার জন্য দেন দরবারের কমতি নেই পল্লবী থানা এলাকায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর,থানা পুলিশ শেষ করে বর্তমান স্থানীয় সাংসদ ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহর নামে দুর্নাম ছড়ানোর জন্য দুর্বৃত্তরা মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা চালাচ্ছে দুর্বৃত্তরা। এই বিষয়ে খাদিজা বেগম প্রশাসনের উর্দ্ধতন মহলে অভিযোগ করেছে বলে তথ্যানুসন্ধানে জানা যায়।

এছাড়াও এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও রয়েছে। যার নং ২৮৯/২০২৩। খাদিজা বেগম ইতিপুর্বে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেছিলেন যার নং ১৭৭/২০২২ ধারা ১০৭/১১৭ সি। এর প্রেক্ষিতে আসামীপক্ষ বিজ্ঞ আদালতে মুসলেকা দেওয়ার পরেও বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। মামলার বাদী খাদিজা বেগম ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। এই ব্যাপারে নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার।