• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে ৪৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৫


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২১, ৩:৫৬ অপরাহ্ন / ১৯৬
রাজধানীতে ৪৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জাল নোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দার (ডিবি) গুলশান বিভাগ। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জাল নোট, তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান মাত্রই শেষ হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।