• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

যশোরের শার্শার বাগআঁচড়ায় সাংবাদিককে হুমকি : থানায় জিডি


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন / ১৬২
যশোরের শার্শার বাগআঁচড়ায় সাংবাদিককে হুমকি : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক যশোর বার্তা পত্রিকার বাগআঁচড়া প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে মোঃ শাহিন ও কামরুজ্জামান এর বিরুদ্ধে শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডির বিষয়টি শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে বাগআঁচড়া বাজারে ৩টি বেসরকারি হাসপাতালে অনিয়মের দায়ে অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করে দেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক সোহাগ হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। এ ঘটনায় বাগআঁচড়া কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতাদের শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য গত এক বছর আগে কামরুজ্জামানের পরিচালিত আল-মদিনা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল সিজারে কারণে একজন প্রসূতির মৃত্যুর ঘটনায় ওই ক্লিনিক টি সিলগালা করেছিলো উপজেলা স্বাস্থ্য বিভাগ।