• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ন / ২২
যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শায় নেশা করার টাকা না পেয়ে ইটের আঘাতে বাবাকে খুন করলো ছেলে। ঘটনাটি শার্শা উপজেলার কাজির বেড় গ্রামের।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছেন। তিনি মৃত দুর্লভ সর্দারের ছেলে। পুলিশ পিতার হত্যাকারী ছেলে জনিকে আটক করেছে।

ঘাতক জনির ভাই জাহিদ জানান, গত ১৭ মার্চ রোববার তার ছোট ভাই জনি নেশা করার জন্য বাবার কাছে ১০ টি টাকা চায় এনিয়ে পিতা পুত্র ঝগড়া লাগে। এক পর্যায়ে পিতা তার ছেলেকে লাঠি নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছেলে তার বাবার মাথায় ইট ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। এক সপ্তাহ হাসপাতালে রেখে বাড়ীতে নিয়ে আসার পর রবিবার রাতেই তিনি মারা যান।

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে ।