• ঢাকা
  • শনিবার, ২৯ Jun ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

যশোরের বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দু’জন আটক


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন / ৩১
যশোরের বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দু’জন আটক

আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫৫ বোতল ফেনসিডিলসহ একটি ইজিবাইক জব্দ করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় মোমেনা খাতুন (৬০) ও রাকিব হোসেন (১৯) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার সকাল ১০ টার দিকে বাগআঁচড়া বাজার থেকে অগ্রভুলোট গ্রামের ছইরদ্দীনের স্ত্রী মোমেন খাতুন ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এস আই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই আবু সাঈদ, এএস আই আবেদুল ইসলাম বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে চালক ও একজন মহিলা যাত্রীসহ একটি ইজিবাইক আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিলের কথা স্বীকার করে। তাদের কথামত ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,আটক আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে ।