• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের তরুণদের ভাবনায় নির্মিত হচ্ছে “বায়না”


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন / ১৯৫
মুন্সীগঞ্জের তরুণদের ভাবনায় নির্মিত হচ্ছে “বায়না”

শাহনাজ হীরা, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের সৃষ্টিশীল উদ্যমী কিছু মেধাবী তরুণের জীবন বোধের ভাবনা থেকে
নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বায়না। সাধারণ খেটে খাওয়া মানুষ সমাজের একজন রাজা মিয়ার জীবনের গল্পকে সম্পূর্ণ ভাবে মোবাইলের মাধ্যমে ধারণ করে তুলে ধরা হয়েছে “বায়না” চলচ্চিত্রে।

মূল ধারার সিনেমা থেকে বের হয়ে নিজেদের মত করে সমাজের নানা মুখী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পরাগ, সিফাত, রোহান, সাগরসহ আরো কিছু তরুণদের ভাবনা আর নিজেদের পকেট মানি বাঁচিয়ে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে তাদের এই প্রচেষ্টা।

ইতিমধ্যেই শ্যুটিং প্রায় শেষের পথে। এডিটিং, ডাবিংসহ শেষ পর্যায়ে কাজ গুলো শেষে খুব শীঘ্রই প্রিমিয়ার শো’র ঘোষণা দেবে তারা। মুন্সীগঞ্জের দর্শক সংস্কৃতি অঙ্গনের সকলের প্রতি সিনেমাটি দেখার আহবান জানিয়ে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আহবান জানান তারা।