• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্তির নিঃশ্বাস নিচ্ছে আমির হোসেনের পরিবার


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন / ৫২
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্তির নিঃশ্বাস নিচ্ছে আমির হোসেনের পরিবার

মতিউর রহমান রিয়াদঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন (লৌহজং-তেউটিয়া) ইউনিয়নের বড়নওপারা গ্ৰামের ২ নং ওয়ার্ডে, দেয়াল দিয়ে ঘিরে রাখা বন্দিদশা থেকে মুক্ত করলেন অবরুদ্ধ আমির হোসেনের পরিবারকে।

১২ ডিসেম্বর আমির হোসেনের করা লিখিত অভিযোগ আমলে নিয়ে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন। ১৪ ডিসেম্বর বিকেলে অতিরিক্ত কমিশনার ভূমি (এসিল্যান্ড) সরজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। স্বয়ং উপস্থিত থেকে তাৎক্ষণিক আমির হোসেনের পরিবারকে বের হওয়ার জন্য দেয়াল ভেঙে যাতায়াতের ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান। ১৬ ডিসেম্বর অনুষ্ঠান উপলক্ষে একটু ব্যস্ত থাকার কারণে, শুধুমাত্র বাসা থেকে বের হওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া হলো। অসহায় পরিবারটিকে, পরবর্তীতে বসে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।