• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পাঁচদিন পর ছাত্রদল নেতার মৃত্যু


প্রকাশের সময় : জুন ৪, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন / ৩৭
মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পাঁচদিন পর ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পাঁচদিন পর ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আহত আতিক বেপারী (২০) ৩ জুন, শনিবার ভোর ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উপজেলার ঘোড়দৌড় গ্রামের সাগর বেপারীর পুত্র আতিক। তিনি উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনরা জানান, মঙ্গলবার ঢাকার ইসলামপুরে নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গুরুত্বর আহত হন আতিক। ডাক্তার জানায় আতিকের শরীরের ৭৫ শতাংশ পুঁড়ে যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পাঁচদিন পর শনিবার ভোরে আতিক হাসপাতালে মারা যায়। শনিবার বাদ মাগরিব ঘোড়দৌড় বাজার জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে মালিঅংক কবরস্থানে দাফন করা হয়েছে। আতিকের মৃত্যুতে লৌহজংয়ের সর্বস্থরের জণসাধারণ শোক প্রকাশ করেছেন।