• ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

মামলাবাজ আশরাফ লস্করের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন / ১৮
মামলাবাজ আশরাফ লস্করের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

এম রোমানিয়া, খুলনাঃ খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, মামলাবাজ ও ভূমিদস্যু আশরাফ লস্করের দৌরাত্ম্যে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। আশরাফ লস্করকে তারা অসহায় মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা হিসেবে আখ্যা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে ডালিয়া বেগম। এতে জানানো হয়, আনন্দনগর গ্রামের মৃত রুস্তম লস্করের ছেলে আশরাফ লস্কর (৬৫) বর্তমানে ঢাকার মিরপুর-১ এর বাড়ি নং-১৪, রোড নং-৩-এ বসবাস করেন। গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীতে থাকলেও স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে তিনি অসহায় পরিবারগুলোকে চরম হয়রানি করে যাচ্ছেন। তাদের জমি বিক্রি করে কাগজপত্র হাতে রেখেও দখল না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার জালে ফাঁসাচ্ছেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আশরাফ লস্করের স্ত্রী ও সহযোগী সেলিম লস্কর ওরফে মজনু, কবির শেখ, হাবিবুর রহমানসহ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ চক্রের কারণে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারগুলো হয়রানির শিকার হচ্ছেন। তাদের মধ্যে আছেন আনন্দনগর গ্রামের ডালিয়া খাতুন, বেদানা খাতুন, সোবহান শেখ, আমিন শেখ, জামাল শেখ ও মাহবুব লস্করের পরিবারের সদস্যরা।

অভিযোগে উল্লেখ করা হয়, আশরাফ লস্কর ঢাকায় বসে স্থানীয়ভাবে কলকাঠি নাড়েন। আইনজীবীদের প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন থানায় ভুক্তভোগীদের নামে হয়রানিমূলক মামলা দায়ের করান। এছাড়া তার মেয়ে কেয়া বেগমকে ব্যবহার করে অনৈতিক উপায়ে অর্থ আদায়ের অভিযোগও সংবাদ সম্মেলনে তোলা হয়। এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা জানান, সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আনন্দনগর গ্রামে তাদের নিজ বাড়িতে আশরাফ লস্করের ইন্ধনে একই গ্রামের সোবহান শেখ, আমিন শেখ ও রিবা বেগম লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আতঙ্কে পরিবারগুলো বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আশরাফ লস্কর ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, আইজিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও ডিবি পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনের শেষে ডালিয়া বেগম বলেন, আমরা বহুদিন ধরে ন্যায়বিচারের আশায় পথে পথে ঘুরছি। আশরাফ লস্করের দৌরাত্ম্যে গ্রামে থাকা দায় হয়ে গেছে। আমরা চাই সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।